……..কবি- আর.এম।
……………………………………………
শ্রমিকের ঘামে ভেজা গন্ধে
শিল্পপতির সৌরভময় কাটে দিন রাত,
শ্রমিকের না খেয়ে থাকার ছন্দে
শিল্পপতিরর উপচে পড়া পাত।
কষ্ট বাতাসে ওঁত পেতে থাকে
কেবল শ্রমিকের জন্য,
শিল্পপতির ঠোটের কোনে ছলনাময় হাসি
করতে চায় শ্রমিককে ধন্য।
বিদ্রোহ এখন গুম হয়ে গেছে
শ্রমিক পাড়া থেকে,
কারন শিল্পপতিরা বন্দুক ঠেকিয়ে দিছে
তেজ আর ক্ষোভের বুকে।
………………………………………………..
………………………………………………..
(Visited ৪ times, ১ visits today)