রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩ বছর পর দেশে ফিরলেন ১৫ নারী

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৩০, ২০১৭ ১:১৭ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলো ১৫ বাংলাদেশি নারী। বেনাপোল চেকপেস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ভারত সরকারের দেওযা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে।

ফেরত নারীরা হলেন- পারভীন ১৯, বিউটি ২০, জেসমিন সর্দার ২১, রানি ১৯, সালমা ১৮, সুখি খানম ২০, নাজমা খাতুন ১৯, হাফিজা বেগম ১৮, নাসিমা ২০, নাজমা আক্তার ১৯, শাহনাজ বেগম ১৮, হাফিজা খাতুন ২০, মালেকা ২১, শিরিনা ১৯ ও শ্যামলী ২০। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল ও খুলনা জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানিয়েছেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

সেখান থেকে নবজীবন শেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের ঢাকা আহসানিয়া মিশন ড্যাম নামের একটি এনজিও তাদেরকে হেফাজতে নিয়েছে। তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি