রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস চালুর দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৩০, ২০১৭ ১:১২ পূর্বাহ্ণ

রির্পোটঃ সাজ্জাদ খোশনবীশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা-টাঙ্গাইল সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেণ সার্ভিস চালুর দাবীতে তোলপারের পর “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি”র আহবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু হলো গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। শনিবার বিকাল ৪টায় টাঙ্গাইল শহীদ মিনারে শুরু হওয়া গণস্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টাঙ্গাইল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি”র আহবায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব সাইদ মোঃ লুতফুল্যাহ, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি ও “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি”র যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবুসহ টাঙ্গাইলের সম্মানিত সিটিজেনবৃন্দ। উপস্থিত বক্তাগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের সকলের এই স্বতঃস্ফূর্ত স্বাক্ষর প্রদান প্রমানকরে ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস চালুর দাবিটি টাঙ্গাইলবাসীর প্রাণের একটি দাবী।

উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্তকরে বলেন, এভাবে অরাজনৈতিক ও শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমেই টাঙ্গাইলবাসীর স্বপ্ন একদিন বাস্তবে রুপ নিবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে “টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ”এর জনমতে অনুপ্রাণিত “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি”র আহবানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সহ-সভাপতি এডভোকেট হোসনেআরা বেবী। টাঙ্গাইল পৌরসাভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন, মাভাবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মফিজুল ইসলাম মজনু, “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও সক্রিয় সিটিজেন জার্নালিস্ট আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুর রহমান মিন্টু, রাশেদুল ইসলাম রাশেদ, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজি আওলাদুর রহমান আদর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কবি শামসুজ্জামান জামান, মানবাধিকার কর্মী নাসরিন জাহান খান বিউটি, সমাজ কর্মী ঝান্ডা চাকলাদার, সাংবাদিক আব্দুল কাদের, আরিফুর রহমান টগর, মোজাম্মেল হোসেন, নওশাদ রানা সানভী, ভূঞাপুর সিটিজেন জার্নালিস্ট গ্রুপ ক্রিয়েটর আল আমিন শোভন, টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সদস্য রাজিবুল ইসলাম রাজু, তালাশ খান, ফরিদুল ইসলাম ফরিদ, হেলাল চাকলাদার, শামসুর রহমান মিলন, আল আমিন খান প্রিন্স, দ্বীপ, কামুন্নাহার খান মুন্নি প্রমূখ। “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি”র সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ কর্মসূচীতে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দাবী আদায় নাহওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি রবিবার পূর্ণদিবস টাঙ্গাইল শহীদ মিনারে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানোর ঘোষণা প্রদান করে বলেন, ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে “ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেণ সার্ভিস বাস্তবায়ন কমিটি” স্বাক্ষর সংগ্রহ করবে।

 

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি