রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম থেকে নিখোঁজ শিশু সুমাইয়াকে (৫) উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গির চর থানার অফিসার ইনচার্য (ওসি) শাহিন ফকির দ্য রিপোর্টকে জানান, শুক্রবার আদালতের নির্দেশক্রমে সুমাইয়াকে কোনো শারীরিক নির্যাতন হয়েছে কি না তা পরীক্ষার জন্য ঢামেক ভর্তি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সুমাইয়াকে অপহরণের ২৪ দিন পর উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় এ ঘটনায়জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি নামে এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়ে।
(Visited ৯ times, ১ visits today)