শনিবার , ২৯ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বানের পানিতে ভেসে গেল জাহাঙ্গীরের স্বপ্ন

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২৯, ২০১৭ ১১:৫৭ অপরাহ্ণ

হবিগঞ্জ প্রতিনিধি : মৎস্য খামারে কোটি টাকার উপর বিনিয়োগ করেছিলেন হবিগঞ্জের জাহাঙ্গীর হোসেন। জৈষ্ঠ্য মাসেই খামার থেকে কয়েক কোটি টাকা লাভ করবে বলে স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু অকাল বন্যায় তার সে স্বপ্ন ভেসে গেছে। বানের পানিতে মাছ ভেসে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা জাহাঙ্গীর।

বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব-বাজুকা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন প্রায় ১৩ একর সরকারি জমি লিজ নিয়েছিলেন। ওই জমির পাশে নিজের জমিসহ সব মিলিয়ে ৪শ’ বিঘা জমিতে জুবেদা-গনি এগ্রোপার্ক এন্ড ফিশারিজ নামে মৎস্য খামার স্থাপন করেন। এতে তিনি কোটি টাকার উপরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন।

ওই ফিশারির পাশেই আরও প্রায় ২৫ বিঘা জমিতে আরেকটি ফিশারি স্থাপন করেন। এই ফিশারিতে ২০ লাখ টাকার বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। উভয় ফিশারির মাছ জৈষ্ঠ্য মাসে বিক্রি করার কথা ছিল। তাতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা লাভ হত তার। কিন্তু সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অকাল বন্যার পানি ফিশারিতে ঢুকে পড়ে। এতে করে সব মাছ ভাসিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে ফিশারির চতুর্দিকে জাল ও পাটিবাঁধ দিয়ে মাছ আটকানোর প্রাণপণ চেষ্টা করেন। এতে উপকরণ এবং শ্রমিক খরচসহ আরও প্রায় লাখ টাকা ব্যয় হয় তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। পানির তোড়ে পাটিবাঁধ ভেঙ্গে পানি ভেতরে ঢুকে পড়ায় সব মাছ ভেসে যায়। সব হারিয়ে জাহাঙ্গীর হোসেন এখন দিশেহারা হয়ে পাগল প্রায় অবস্থা।

খামার মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে কিছু করার স্বপ্ন নিয়েই খামার করেছিলাম। আমার খামারে ৪০ জন শ্রমিক নিয়মিত কাজ করত। কোটি টাকার উপরে বিনিয়োগ করেছিলাম। আশা ছিল জৈষ্ঠ্য মাসে মাছ বিক্রি হলে কয়েক কোটি টাকা আয় হবে। কিন্তু বন্যায় আমার সব স্বপ্ন ভেঙ্গে গেছে। এ ক্ষতি কিভাবে পুষিয়ে নেব তা ভেবে পাচ্ছি না। পরিবার পরিজন নিয়ে এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি আমিসহ যারা সহায়-সম্বল হারিয়েছি তাদের দিকে একটু নজর দেওয়ার জন্য।’

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান জানান, ‘আমাদের গ্রামের গণি মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে মাছের খামার গড়ে তুলেছিলেন। কিন্তু অকাল বন্যায় তার সবকিছু কেড়ে নিয়েছে।’

 

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি