শনিবার , ২৬ নভেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্বপ্ন যাত্রার গল্প।।

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২৬, ২০১৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

রির্পোটঃজাকারিয়া আলম দিপু.

আমাদের প্রত্যেকের সপ্ন আছে, অাছে চাওয়া-পাওয়ার হিসেব।তবুও আমরা সপ্ন দেখি।একটা সময় টেলিভিশান এর ঢাকা শহরের বড় বড় বিল্ডিং গুলো দেখলে বিশ্বাস হতো না যে এমন সব বিল্ডিং আমার দেশে আছে । তখন খুব ছোট ছিলাম বলে ? না ! এখন যে বয়সে একটা ছেলে কম্পিউটার চালাতে পারে, পৃথিবীর অনেক কিছু সর্ম্পকে জানে মানে ক্লাস ৭ কি ৮ হলে মোটা মুটি অনেক কিছু সর্ম্পকে তাদের ধারণা হয়ে যায় , তখন আমার বয়স টাও তাই ছিলো , বেশী দিন আগের কথা নয়, আমার গৃহ শিক্ষক আমাদের টেলিভিশন এর কাছে যেতে দিতো না , তাছাড়া বাড়িতে ১ টা কি ২ টা টেলিভিশন ছোটেদের দেখতে দেওয়া হতো না , টেলিভিশন তারা খারাপ হয়ে যাবে তাই ।যখন ক্লাস ৭ এ তখন আমার প্রথম টেলিভিশন এর সাথে পরিচয় , অর্থাৎ ঘটনাটা তখনকারই , একবার বড় ভাইয়ের সাথে ঢাকায় আসার পর একটি বড় বিল্ডিং দেখতে গিয়ে রিকশা থেকে পড়ে যাওয়ার উপায় প্রায় , ভাইয়া না ধরলে সে দিন হয়তো মাথা পাটতো , আর না হয় সে দিন ই কোন গাড়ি এসে মেরে দিতো আর আমি সেই উপরে । আর এখন সেই আমি কিনা স্বপ্ন দেখি আমারও এমন একটা সুন্দর বাড়ি হবে । আরেকটি ঘটনা ছিলো আমার মনে রাখার মতো ,তাও সেই টেলিভিশন কে কেন্দ্র করে , যেহেতু এর সর্ম্পকে ভালো কিছু যানতাম না ।একদিন একটা বাংলা ছবি দেখছিলাম সবার মতো আমিও নায়কের সাপোর্ট করছি , নায়ক যখন ভিলেন কে মারে তখন হাত তালি দেই আরনায়ক ভিলেন এর হাতে মার খেলে মেঝাজ তো পুরাই গরম , আমি টেলিভিশন এর পিছনে চলে গেলঅম একটা লাঠি হাতে ভিলেন কে মারার জন্য ,আমার ধঅরণা ছিলো এইটুকু একটা যন্ত্রে তো আর মানুষ ঢুকতে পারবে না , সুতরাং তারা মনে হয় নিশ্চই পিছনে আছে । পরে সেই বিষয়টা সর্ম্পকে পুরোপুরি জানতে পারলাম , সেই সময় নায়ক মানে মানুষ নয় , তারা মোমের পুতুল টাইপের কিছু ছিলো , আর বিল্ডিং ? গ্রামে বড় জোর রঙ্গিন টিন দিয়ে বানানো ঘর ছিলো । কোথাও যদি একটি বিল্ডিং এর দেখা মিলতো , দোতলা তো দুরের কথা ছাদ ই নেই, তা ছিলো টিনের ছাউনি ।মানুষ তার স্বপ্নের সমান বড় , কথাটি অনেকেই মানে আবার অনেকেই মানে না , তাতে কি , আমি মানি , আর এইটুকু ও বিশ্বাস করি যে যার স্বপ্ন যত বড় তার চেষ্টা এবং সাহস ও তত বড় ।সত্যিই ঘটনা গুলো মনে হলে এখনও খুব হাসি পায় , আর এখণ সেই আমি বাংলাদেশের প্রায় অনেক সিনেমা কলাকুশলী সাথে বসে কথা বলা কিছুক্ষল গল্প করার সুযোগ হয়েছে , ছোট বেলা থেকেই লেখা লেখি আর মিডিয়ার প্রতি একটা লোভ ছিলো , মিডিয়া বলতে নায়ক না , একজন চিত্রনাট্টকার হওয়ার যা ওই লেখালেখির ভিতরেই পড়ে , কারণ এইটা ছাড়া আর অন্য কোন স্বপ্ন দেখতে গেলেই সব কিছু ভড়কে যায় । তাই অন্য কোন স্বপ্ন দেখি না । তবে হ্যা ওই যে বললাম বাড়ি করবো , সেই কিশোর বয়সে টিভি সেটে দেখা সুন্দর বাড়ি গুলোর ন্যায় , তাই পাশাপাশি একটা ব্যবসা করার চিন্তা করছি , সেই মানের ব্যবসা না , যে ব্যবসা করলে আমি মোটামুটি কিছুটা সুযোগ পাই আমার স্বপ্ন গুলো নিয়ে ভাববার । আর তাই ই-কমার্স কেই বেচে নিলাম , কিন্তু মাত্র তো বাংলাদেশে এর পথ যাত্রা শূরু তাই একটু হোচট খেতে হচ্ছে , আরো খেতে হতো যদি ই-ক্যাব না থাকতো , ই-ক্যাব এর কল্যাণে আর তার সদস্যগুলোর সহযোগীতায় কিছুটা পথ হাটতে পেরেছি , আরো হাটা সম্ভব । একা একা একটু সমস্যা হয়ে যাচেছ , তারপরও কিছু করার নেই, কারণ আমি জানি কাউকে পাওয়া যাবে না , কারণ আমার আগের কেউ ও পায় নাই । আজকে এই পর্যন্ত যে টুকু পথই হেটেছি তাতে অনেকের হাসির পাত্র হয়েছি, কেউ ব্যাঙ্গ করছে , তাতে তেমন কিছুই হচ্ছে না , তবে সব চেয়ে খারাপ লাগে ওই সময় যখন কাছের কেউ রাগ করে , কেন করে কি জন্য করে তা জানি না , কিন্তু করে । হয়তো বা কোন ভুল করেছি তাই ? কি আর করার , রবীন্দ্রনাথ বলেছেনা ? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে , আমি ঠিক তার কথা মতোই হাটছি । পরিবার আত্মীয়-স্বজন কারোর সার্পোট ই নেই তার পরেও হাটছি , শুধু ওই ছোট বিশ্বাস টুকু নিয়ে যে ” আমি পারবো ” , এই ছোট বিশ্বাস টুকু কেন জানি ভিতরে এক প্রকার অন্য রকম শক্তির যোগান দেয় , তাও নিজের কাছেই , কল্পনা মনে হয় । জীবনের এই পর্যন্ত কখনও উত্থান কখনও পতন ঘটেছে , কখনও মনে হয়েছে এইতো আর কয়টা দিন মাত্র তারপর সব ঠিক , কিন্তু দেখা গেলো সে এতো কাছে নয় , আরো চলতে হবে , তার উপর আবার পরিপাশ্বিক বিদ্রুপ মন্তব্য সার্পোট না পেয়ে একা পথ চলা, ওই যে বললাম , সেই শক্তি আমি পারবো .. আর তার বলেই এখনও চলছিঅআজো স্বপ্ন দেখি , আজো বিশ্বাস করি আমি পারবো , তেমন তাড়া নেই হোক না একটু ধীরেই , সমস্যা কি , কিন্তু হবে …ইন-শা-আল্লাহ।অপেক্ষার ফল মিষ্টি হয়।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রথম দিন করোনার টিকা নিলেন যারা

বরিশালে হাজার ছাড়ালো করোনা রুগী মোট আক্রান্ত ১০৫৭ জনঃ নতুন সনাক্ত ৬০ জন

রাজধানীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

প্লাস্টিক দানার বদলে সিমেন্ট, প্রতারণা ও মিথ্যাচারের শিকার প্রাণ

বরিশালে সরকারি শিশু পরিবার আগত শিশু নিবাসীদের মাঝে নতুন পোষাক বিতরণ ও আনন্দ সমাবেশ

রয়ের বীরত্বগাথার পর ম‌্যাড়ম‌্যাড়ে ব‌্যাটিংয়ে বাংলাদেশের সিরিজ হাতছাড়া

প্রথমবারের মতো ববির আকাশে উড়লো শিক্ষার্থীদের তৈরি ড্রোন

বাড়ছে ক্রেডিট কার্ডের সুদহার

মডেল সনিকা হত্যা মামলায় বিক্রম গ্রেফতার

সোশ্যাল মিডিয়ার ‘সেলিব্রিটি কুক’ ১০৬ বছরের বৃদ্ধা!