রির্পোটঃ জাকারিয়া অালম দিপু.
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে বরিশাল জেলা পুলিশ।পুলিশ জনগনের বন্ধু কথাটি অবিশ্বাস হলেও আজ তা সত্যি প্রমান করছে জেলা পুলিশ।শুধু তাই নয় একের পর এক কাজ করে বরিশালের মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে বরিশাল জেলা পুলিশ।এস এম আকতারুজ্জামান,জেলা পুলিশ সুপার হিসেবে গত ২০১৫ সালের এপ্রিলে বরশালে দ্বায়িত্ব গ্রহনের পর তার সঠিক দিকনির্দেশনায় বিশাল এ জেলা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গি দমন, নারী নির্যাতন বন্ধ করন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেফতার, বিচারার্থে আসামীকে আদালতে প্রেরন সহ গরীবদেরকে সাহায্য সহযোগিতা, অনলাইনে সেবা প্রদান অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছে বরিশাল জেলা পুলিশ।
বরিশালের ১০ টি থানার সকল ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রত্যেকটি বাড়ীতে পুলিশের সেবা জনগনের মাঝে পৌছিয়ে দেওয়ার জন্য এবং অপরাধ দমনে পু্লিশকে সাহায্য করা,অপরাধের তথ্য দেওয়া সহ নানাবিধ কল্যানে প্রতিদিন থানা থেকে ভিলেজ সার্ভে টিম কাজ করছে। জনগনের জানমালের নিরাপওা নিশ্চিতকল্পে পুলিশের সকল সদেস্যরা সদা জাগ্রত। বরিশাল জেলা পুলিশের অভিযানের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের প্রতিটি সচেতন নাগরিক পুলিশকে সাহায্য সহযোগিতা করছে। মানুষকে সচেতন করতে প্রতি শুক্রবার প্রত্যেকটি থানা এলাকার মসজিদে জুম্মার নামাজের খুৎবার আগে মুসল্লীদের উদ্দেশ্যে সকল থানার ওসি ও সিনিয়র অফিসারগন মাদক,সন্ত্রাস, জঙ্গি, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং এর কুফল সংক্রান্তে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এ সকল কাজে বিভিন্ন এলাকায় প্রায়ই যোগ দেন পুলিশ সুপার নিজে।কথা বলেন প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে।নিজ উদ্যোগে চেষ্ঠা করেন সমস্যা সমাধানের।
জেলা পু্লিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, মাদক,সন্ত্রাস, জঙ্গি এবং অপরাধীর স্থান বরিশালের মাটিতে হবেনা। সোনার বাংলার মর্যাদা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকে।সমাজ সচেতনদের দাবী,বরিশাল জেলা পুলিশ অপরাধ দমনে এ এলাকার মানুষের বিশস্ত একটি নামে পরিচিতি পেয়েছে।কমেছে অপরাধ প্রবণতা।