চীনে এক বর্বর পুরুষের লালসার হাত থেকে রেহাই পেল না ১৬ মাসের শিশুও। তাকে যৌন নির্যাতন করল ৫০ বছর বয়সী এক ব্যক্তি। অত্যাচারের শিকার হওয়া শিশুটি মারাত্মক জখম হয়েছে।
তার গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যা সারানোর জন্য অস্ত্রোপচার করতে হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর অনুযায়ী, ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঝেজিয়াং প্রদেশের জিকু শহরে।
শিশুটির মা ডেইলি মেইলকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধু। শিশুটিকে বাড়িতে একা রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। তারই সুযোগ নেয় ওই ব্যক্তি।
তিনি বলেন, বাড়ি ফিরে আমার মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখি। আমি ভাবি তার ডাইপার পাল্টাতে হবে এ কারণে এমন দেখাচ্ছে। কিন্তু মেয়ের ডাইপার পাল্টাতে গেলে সে চিৎকার করে উঠে। আমি দেখি তার ডাইপার রক্তে ভরা। আর তখনই যৌন নির্যাতনের কথা বুঝতে পারি।
মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।