রির্পোটঃমোঃ শাহাজাদা হিরা.
গতকাল সকাল ১০টায় সেইন্ট-বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে গণসাক্ষরাতা অভিযান ও সেইন্ট-বাংলাদেশ এর যৌথ আয়োজনে দুই দিন ব্যপি শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৭ এর গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। ‘সবার জন্য শিক্ষা, শিক্ষার জন্য সবাই-বাস্তবায়নের এখনই সময়’ স্লোগানকে সামনে নিয়ে সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, জনাব এস এম ফারুক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর বিভাগীয় প্রধান জনাব এ এইচ তৌফিক আহমেদ এবং প্ল্যান ইন্টারন্যশনাল এর বিভাগীয় ব্যাবস্থাপক জনাব শাহরুখ সোহেল। শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ও সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি জনাব আক্কাস হোসেন। প্রতিবছর এপ্রিল মাসের শেষ সপ্তাহে শিক্ষার অগ্রগতি পর্যালোচনা পূর্বক একটি নির্দ্দিষ্ট বিষয়ে নীতি নির্ধারণের দৃষ্টি আকর্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে বিশ্বব্যপী “শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ” উদযাপন করা হয়। গোলটেবিল বৈঠক এর প্রধান অতিথি জনাব এস এম ফারুক বলেন, এসডিজিএফ এর ৪র্থ টার্গেট সবার জন্য মানসম্মত ও একইভূত শিক্ষা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যপারে স্কুলের প্রধান শিক্ষকগণদের বিভিন্নপ্রশিক্ষণ দেয়া হচ্ছে। সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও স্থানীয় জনসাধারণকে এ ব্যপারে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন জনাব শুভঙ্কর চক্রবর্তী, জনাব দাশগুপ্ত আশীষ কুমার, জনাব আব্দুস সোবাহান বাচ্চু, জনাব খোরশেদ আলম, জনাব সিরাজুম মুনির টিটু, মোঃ শাহাজাদা হিরা, আফরোজা আক্তার নিপাসহ বরিশাল এর সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রিবৃন্দ। গোলটেবিল বৈঠক এর সভাপতি জনাব কাজী জাহাঙ্গীর কবীর তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে গোলটেবিল বৈঠক এ উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এই সপ্তাহ উদযাপন উপলক্ষে এ গোলটেবিল বৈঠক কর্মসুচি থেকেপ্রাপ্ত সুপারিশমালা সমন্বয়ে রির্পোট করা যা হয়তো পরবর্তীতে এসডিজিএফ-৪-এর লক্ষ্য অর্জন ১টি দিকনিদের্শনা হিসেবেকাজ করবে। গোলটেবিল বৈঠক শেষে মান সম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এর জন্য ২৫টি দাবী সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর প্ররেণ করা হয়।