রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
নারী এশিয়া কাপে অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।। এবারের আসরের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে তারা।। যাবার আগে কক্সবাজারে ১৭ দিনের ক্যাম্প করেছে তারা ।। নতুন অধিনায়ক রুমানা আহমেদের অধিনে খেলবে বাংলাদেশ দল।। কোচ ডেভিড ক্যাপেলও যোগ দিছেন কয়েক দিন আগে।।সব মিলিয়ে ফুরফুরে এক দল এবারের বাংলাদেশ নারী ক্রিকেট দল।। শনিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।।
(Visited ৫ times, ১ visits today)