সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে গেল ১৯ এপ্রিল চীন সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। বুধবার(২৬ এপ্রিল) জয় দিয়ে সে সফর শেষ করেছে কৃষ্ণারা। শেষ ম্যাচে দেশটির অনূর্ধ্ব-১৪ দলকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
শেষ ম্যাচে জয়ের সুবাদে সফরে মোট ৫টি ম্যাচের মধ্যে ৩টি জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে স্বাগতিক অনুর্ধ ১৪ দলের বিপক্ষে ৩টি ম্যাচের একটিতে জয়, একটিতে হার ছাড়াও একটিতে রয়েছে ড্র। এছাড়া অন্য দুই জয় এসেছে সানজি প্রদেশের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে।
এদিন চিনের সানজি প্রদেশের জিয়ান অলিম্পিক ভিলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় ম্যাচে ৮মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রত্নার পাস থেকে প্রথম গোল করেন সিরাত জাহান স্বপা। আবারও ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্বপ্না। অবশ্য ৪৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিকটাও পেতে পারতেন স্বপ্না।
ম্যাচের ৮৭ মিনিটে মনিকা চাকমার গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মান বাঁচায় স্বাগতিকরা।
আগামী ২৭ এপ্রিল(বৃহস্পতিবার) দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ মেয়েদের।