রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
আনসার ও ভিডিপি’র বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নং ওয়ার্ড দলনেতা মোঃ রফিকুল ইসলাম (মোশারেফ) পেলেন সেবা পদক ও সন্মাননা পত্র । সাথে পেয়েছেন চার হাজার টাকার চেক। জনসেবা ও সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয় ।
গতকাল বিকেলে আনসার ও ভিডিপি’র বরিশাল রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন এবং জেলা কমান্ড্যান্ট এস এম কামাল হোসেন এ সন্মাননা প্রদান করেন মোঃ রফিকুল ইসলাম (মোশারেফ)কে। এ সময় তার সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করা হয় ।
উলেখ্য রফিকুল ইসলাম Barisal – Problem & Prospect বরিশাল – সমস্যা ও সম্ভাবনা গ্রুপ,সেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুন্য সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন।
এই সেবা পদক পাওয়ায় আনসার দলনেতা মোঃ রফিকুল ইসলাম (মোশারেফ)কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন ‘অলটাইমবিডি নিউজ ২৪ ডটকম’ পরিবার।
ফটোগ্যালারীঃ
(Visited ৫ times, ১ visits today)