বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঠাণ্ডায় ঘরোয়া সমাধান

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২৬, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ

ঠাণ্ডার কারণে সাধারণত নাক দিয়ে পানি পড়া, কফসহ নানান শারীরিক সমস্যায় আমরা ভুগি। সমস্যা যদি গুরুতর না হয়, তবে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যায়।

এর জন্য বেশি কিছু দরকার নেই- শুধু রান্নাঘরে ঢু মারুন। কিছু না কিছু পেয়ে যাবেন।

তেমন কিছু সমাধান নিচে দেওয়া হলো-

আদা চা

আদা চা খেলে নাক থেকে অস্বস্তিকর পানি ঝরবে না। এছাড়া ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যায় ভালো কাজ দেয়।

দুধ ও হলুদ

হলুদ মিশানো হাল্কা গরম দুধ কফ থেকে মুক্তি দিতে পারে। এই পানীয় বড়-ছোট সবাই পান করতে পারেন।

লেবু, দারুচিনি ও মধু

তিনটি মিলিয়ে একটা সিরাপ বানিয়ে নিন। একটি পাত্রে সামান্য মধু নিয়ে তাতে পানি মিশিয়ে সিদ্ধ করুন। এবার মিশ্রণটি কমে এলে তাতে এক চিমটি গুড়ো দারুচিনি ও লেবু মিশিয়ে নিন। হয়ে গেল সিরাপ।

গড়গড়া করুন

এটা অনেকের জানা ও কার্যকরী সমাধান। হাল্কা গরম পানিতে লবণ ও হলুদ মিশিয়ে গড়গড়া করুন।

পানি

হাল্কা গরম পানি ঠাণ্ডা ও কফের কষ্ট থেকে মুক্তি দিতে পারে। গরম পানি পানে গলার জ্বালাপোড়াও কমে।

আমলকি

ঠাণ্ডার সমস্যা থেকে মুক্তিসহ লিভার ও রক্ত চলাচলে এটি সাহায্য করে।

মসলা দেওয়া চা

তুলসি, আদা ও কালো গোল মরিচ দেওয়া চা পান করুন।

মধু, লেবুর রস ও গরম পানি

লেবু পানি হজম ও রক্ত চলাচলে সাহায্য করে। পানি গরম করে যদি এর সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে পারেন তবে তা ঠাণ্ডাজনিত সমস্যার জন্য উপকারি হবে।

আদা ও লবণ

কুচি কুচি করে কাটা আদা লবণ দিয়ে চিবিয়ে খান।

আদা ও তুলসি

আদার রস ও তুলসি পাতার সঙ্গে সামান্য মধু মিশিয়ে খান। কফ উবে যাবে।

গাজরের জুস

সাধারণত ঠাণ্ডা ও কফের সমস্যায় গাজরের ব্যবহার হয় না। কিন্তু গাজরের রস কফ থেকে মুক্তির জন্য খুবই কার্যকরি।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি