বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এতো কথা বলেন না : আইনমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশের প্রধান বিচারপতির মত অন্য কোন দেশের প্রধান বিচারপতি প্রকাশ্যে এত উষ্মা প্রকা্শ ও কথা বলেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে বুধবার (২৬ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মঙ্গলবার হবিগঞ্জ আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনায় বলেছেন, ‘বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে সব সরকার। বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসন চায় না। তারা বিচার বিভাগকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে।’

প্রধান বিচারপতির এ বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘যে কথাটা তিনি বলেছেন এটার কারণ দিয়ে তিনি যদি বলতেন, তাহলে আমার মনে হয় সুবিধা হত।’

বর্তমান সরকারের সময়ে নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘সৎ মায়ের আচরণ যদি এই সরকারের মধ্যে থাকতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এসব জিনিস বিচারপতিদের জন্য করতেন না।’

মন্ত্রী বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) অন্যান্য সরকারের ব্যাপারে কি বলেছেন সেটা ডিফেন্ড করার দরকার আমার নেই। কিন্তু এই সরকার বিচার বিভাগের সাথে সৎ মা সুলভ আচরণ করে, তবে সেটা (সেই অভিযোগ) অত্যন্ত দুঃখজনক।’

আনিসুল হক বলেন, ‘আমি প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলব, আপনারা অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ দেখেছেন। আপনারা আমাদের প্রতিবেশি দেশও দেখেছেন। কোন দেশে বিচারকার্য ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি (প্রকাশ্যে) বলেন না।’

‘ওনার যদি কোন দুঃখ-কষ্ট থেকে থাকে এব কথাগুলো উনি পাবলিকলি না বলে আমাদের জানান। তাহলে আমরা সেগুলো সুরাহা করার চেষ্টা করতে পারি।’

আইনমন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছু নিরসন হোক আমি চাই। আমি কোন কনফ্লিক্ট (দ্বন্দ্ব) দেখি না। সৎ মা সুলভ কোন আচরণ দেখি না। তিনি যদি সেটা পয়েন্টআউট করে দেন তো সেটা আমরা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই নিষ্পত্তি করতে পারি।’

শেখ হাসিনার সরকার বিচার কাজে কখনই হস্তক্ষেপ করে না দাবি করে আনিসুল হক বলেন, ‘কখনই হক্ষক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন।’

প্রধান বিচারপতির প্রকাশ্যে কথা বলার মাধ্যমে কি সরকারের সঙ্গে দূরত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি কোন দূরত্ব দেখি না।’

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি