রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
.
.
আজ সন্ধা ৬.১৫ মিনিটে খুলনা টাইটেন্সের মুখমুখি হবে বরিশাল বুলস।।খুলনা আছে পয়েন্ট তালিকার ২ নাম্বারে।।বরিশাল আছে ৫ এ।। ঢাকার সাথে হার দিয়ে এবারের বিপিএল শুরু করিছিল বরিশাল বুলস ।। কিন্তু পরের ৩ ম্যাচ জিতে তারা প্রমান করিছিল তারা এবারের আসরে দারুন কিছু করবে।।তবে তা আর হয়ে ওঠেনি,, তারা এর পরের ৩ ম্যাচ হেরে বসে।। এর ফলে ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নাম্বরে।।আজ জয় দিয়ে তারা আবার ৪ এ আসতে চায়।।কোয়ালিফাই রাউন্ডে খেলতে হলে বরিশালকে শেষ ৫ ম্যাচের অন্তত ৩ টি ম্যাচ জিততেই হবে।।
(Visited ৪ times, ১ visits today)