বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের ফল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কারণ বুঝতে হবে। সব মানুষ সন্ত্রাসী নয় কিন্তু সব সন্ত্রাসীই মুসলিম (All human are not terrorist but all terrorist are Muslim)-এই ভুল চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের মুখোমুখি। যারা আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে তারাই জঙ্গিবাদে মদদ দিচ্ছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উন্নয়নকে প্রতিহত করতে দেশীয়দের দিয়ে জঙ্গি কর্মকাণ্ড ঘটিয়ে কখনো আইএস, আবার কখনো আল-কায়দা দাবির নাটক করছে। সবই দেশের উন্নয়নকে ব্যাহত করতে। জঙ্গিবাদ রুখতে এখন দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ সফল হবে না। যারা ওই পথ থেকে ফিরে আসবেন তাদেরকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা করা হবে।’
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘জঙ্গিবাদের শুরু মুক্তিযুদ্ধের সময় থেকেই। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এরা বিভিন্নভাবে আত্মপ্রকাশের চেষ্টা করেছে। কখনো শিবির হয়ে মানুষের রগ কেটে, কখনও ৬৩ জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়ে, যে জজ এ ঘটনার বিচার করছিলেন সেখানে হামলা করে; বিভিন্নভাবে চেষ্টা করা হয়। হুজি, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, নব্য জেএমবি; বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে তারা আত্মপ্রকাশের চেষ্টা করেছে। এ সব সংগঠন দেশীয়। যখনই দেশ উন্নয়নের দিকে অগ্রসর হতে চলছিল তখনই উন্নয়নের অগ্রযাত্রা বাধা গ্রস্থ করতেই এই প্রয়াস করে তারা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘রানা প্লাজার ঘটনায় দোষীদের গ্রেফতারে গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে গেছে ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
তিনি আরো বলেছেন, ‘শব-ই-মিরাজ নিয়ে কোনো ধরণের হুমকি বা অন্য কোনো তথ্য নেই। তবুও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। গোয়েন্দারাও তাদের নজরদারি জোড়দার রেখেছে, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরপরও কেউ কোনো নাশকতা করার চেষ্টা করলে বুঝতে হবে কেন করার চেষ্টা করেছে। তারা অবশ্যই মুসলমান নয়।’