প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন মু. আশরাফ সিদ্দিকী বিটু।
বিটুকে এক বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
মু. আশরাফ সিদ্দিকী বিটুর গ্রামের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায় মাসকান্দা এলাকায়। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, আশরাফ সিদ্দিকী বিটু আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
(Visited ৫ times, ১ visits today)