ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি দশম আসরে আর খেলা হলো না গুজরাট লায়ন্সের ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ডান পায়ে-হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই এই সিদ্ধান্ত। গত আসরে ১৫ ম্যাচে ১৭ উইকেট শিকার করা ব্রাভোর বাদ পড়াটা গুজরাটের জন্য বড় ধাক্কাই বটে।
টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়ে এক বিবৃতিতে ব্রাভো বলেন, ‘গভীর দুঃখের সাথে বলতে হচ্ছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান আসর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি। আসরের শুরু থেকে গুজরাট লায়ন্সে ছিলাম। চলছিল আমার পুনর্বাসন প্রক্রিয়া। আশা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকে খেলতে পারব। কিন্তু আমার সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে। তাই হতাশা নিয়েই এবার আসর থেকে বিদায় নিতে হলো আমাকে। আশা করছি, এবারের আসরে সেরা সাফল্যই পাবে গুজরাট। দলের জন্য আমার শুভকামনা থাকল। ‘
গত বছরের ডিসেম্বরে বিগ ব্যাশে খেলার সময় চোট পান ব্রাভো। ওই টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। এরপর জানুয়ারিতে অস্ত্রোপচারও করান তিনি। তাই গেল তিন মাসে বিশ্রামে ছিলেন ব্রাভো। ধীরে ধীরে সুস্থ হতে থাকায় আইপিএলের মাঝামাঝি অবস্থা থেকে মাঠে নামার স্বপ্ন দেখছিলেন তিনি। তাই আইপিএলের শুরু থেকে গুজরাটের ক্যাম্পে নিজের রিহ্যাব কাজটা সম্পন্ন করছিলেন ব্রাভো। তাই কিছুদিন আগে নিজের ইনজুরি নিয়ে ব্রাভো লিখেছিলেন, ‘অনুশীলনে ফিরেছি। আগের চেয়ে ভালো অনুভব করছি। ‘
কিন্তু সুস্থ হবার প্রক্রিয়াটা হঠাৎই ধীর হয়ে যাওয়ায়, গুজরাটের ফিজিওর পরামর্শে আইপিএল থেকে সড়ে গেলেন ব্রাভো। এ ব্যাপারে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না বলেন, ‘ডোয়াইন ব্রাভো এই আইপিএল এ খেলতে পারবে না। সে এতদিন দলের সাথে ছিল এবং রিহ্যাবে ছিল। কিন্তু তার সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। ‘