বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই মানেই শ্বাসরুদ্ধকর উত্তেজনার ম্যাচ। রবিবার (২৩ এপ্রিল) রাতে চলতি মৌসুমের সম্ভবত শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে এ দু’দল। তার আগে একটু দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায় এই দুই দলের বিভিন্ন পরিসংখ্যান।
৭২/৬৮ লা লিগার ইতিহাসে বার্সেলোনাকে ৭২ বার হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য কোন প্রতিপক্ষের কাছে এতবার হারেনি কাতালানরা। অপরিদিকে রিয়ালের সঙ্গে ৬৮ বার জয় পেয়েছে বার্সা। অন্য কোন প্রতিপক্ষের কাছে এতবার হারেনি রিয়াল।
২১ – ২০১৪ সালে হ্যাটট্রিক করে ক্লাসিকোর গোলদাতার তালিকায় আলফ্রেদো দি স্তেফানোকে (১৮) ছাড়িয়ে যান মেসি, তার গোল ২১টি।
১৬ এল ক্লাসিকোতে ১৬ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনটি গোল করলে পর্তুগীজ তারকা ছাড়িয়ে যাবেন কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোকে। ২১ গোল নিয়ে সামনে থাকবেন কেবল মেসি।
১৫ – লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ১৫টি গোল খেয়েছেন কেইলর নাভাস। প্রতিযোগিতায় অন্য কোনো দলের বিপক্ষের চেয়ে অন্তত ছয়টি বেশি।
১৩ – সব প্রতিযোগিতা মিলিয়ে বার্নাব্যুতে ১৩টি ক্লাসিকোর মাত্র তিনটিতে হেরেছেন জেরার্দ পিকে, সাতটি জয়, তিনটি ড্র।
১২- ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ১২ ম্যাচ খেলে মাত্র পাঁচটি গোল করেছেন রোনালদো। এর মধ্যে তিনটি পেনাল্টি থেকে।
৫ – বার্নাব্যুতে নিজের খেলা সবশেষ পাঁচ ক্লাসিকোয় পাঁচ গোল করেছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
৪- লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হেডে চারটি গোল করেছেন রামোস। অন্য যে কোনো দলের বিপক্ষের চেয়ে যা বেশি।
৩- রিয়ালের বিপক্ষে প্রথম একাদশে খেলা শেষ চার ম্যাচে তিন গোল করেছেন ম্যাথিউ, সবকটিই হেড করে।
২ লা লিগায় শেষ দুই এল ক্লাসিকোতে রিয়ালকে হারাতে পারেনি বার্সেলোনা। একটি ম্যাচ ড্র করা ছাড়া অন্যটিতে জিতেছে রিয়াল। ২০১৩ সালের মার্চের পর এটাই বার্সার বিপক্ষে তাদের সর্বাধিক অপরাজিত থাকার রেকর্ড। অবশ্য দু’টি ম্যাচ হয়েছে ক্যাম্প ন্যু-তে। সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ সফরে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল লিওনেল মেসিরা।
০ ২০১৪ সালে দুর্দান্ত হ্যাটট্রিকে এল ক্লাসিকোতে সর্বকালের সর্বাধিক গোলদাতা হওয়ার পর ধ্রুপদী লড়াইটিতে আর কোন গোল করতে পারেননি মেসি। সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের বিপক্ষে ছয় খেলায় গোলশূণ্য আর্জেন্টাইন তারকা। এর আগে এত সময় রিয়ালের সঙ্গে খোলখরা কাটাতে হয়নি মেসিকে। এছাড়া রিয়ালের কোচ হিসেবে প্রথম দুই ক্লাসিকোয় হারেননি জিদান, একটি জিতেছেন, আরেকটি ড্র।