বাঁধের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওড় এলাকা বন্যায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সচিবালয়ে রবিবার (২৩ এপ্রিল) হাওড়ের বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘হাওড় বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘হাওড়ের বাঁধের উচ্চতা সাড়ে ৬ মিটার। আর এবার পানির উচ্চতা ছিল ৮ দশমিক ১ মিটার। গত ২০ বছরে এমন হয়নি।’
আনিসুল ইসলাম বলেন, ‘গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৪ দিনে পানির সমতল সিলেটে প্রায় সাড়ে ৮ মিটার ও সুনামগঞ্জে ৫ মিটার বেড়েছে। আর কখনও এমনটা বাড়েনি। পানির উচ্চতার জন্য বন্যা হয়েছে।’
(Visited ১ times, ১ visits today)