শনিবার , ২২ এপ্রিল ২০১৭ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেতন বেড়েছে ক্রিকেটারদের

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২২, ২০১৭ ১১:৪০ অপরাহ্ণ

বেতন বাড়ানো হয়েছে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। মোট পাঁচ ক্যাটাগরির ক্রিকেটারদের নতুন এই বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে তাদের।

শনিবার(২২ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি দুটোই বাড়ানো হয়েছে। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন এ-প্লাস, এ, বি,সি ও ডি ক্যাটাগরির ক্রিকেটাররা।

নতুন নির্ধারিত বেতনের হিসেবে আগে যেখানে ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন আড়াই লাখ টাকা, এখন সেখানে তারা পারিশ্রমিক পাবেন ৪ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক পূর্বের ২ লাখ টাকার স্থলে এখন পাবেন ৩ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা দেড় লাখ টাকার স্থলে এখন থেকেপারিশ্রমিকপাবেন ২ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের আগের পারিশ্রমিক ১ লাখ টাকার স্থলে এখন বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

পারিশ্রমিক ছাড়াও বাড়ানো হয়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি। টেস্ট ক্রিকেটে ম্যাচ প্রতি ক্রিকেটারদের আগে যেখানে দেওয়া হতো ২ লাখ টাকা, এখন সেখানে দেওয়া হবে সাড়ে তিন লাখ টাকা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১ লাখ টাকার স্থলে ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ঠাকা। আর টি২০ ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকার পরিবর্তে বাড়িয়ে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার টাকা।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি