বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই নাসির

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২০, ২০১৭ ১০:৫৮ অপরাহ্ণ

ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেলার ফল হাতেনাতেই পেলেন নাসির হোসেন। এরই ফলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে কপাল পুড়েছে জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ায়। সেখানে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকেরা।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার শুভাশিস রায়ের অবস্থাও একই। আয়ারল্যান্ড সফরের দলে আছেন এ দুজনও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে দুজনেই আবার স্ট্যান্ডবাই। শ্রীলঙ্কা সফরে টি২০ খেলা মোহাম্মদ সাইফউদ্দিনও ইংল্যান্ড যাবেন স্ট্যান্ডবাই হিসেবে।

আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফি—দুই জায়গাতেই দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। দলে নেই শুভাগত হোম চৌধুরী। তবে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্ট আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সফরের ১৮ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচেকরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী ১৫ সদস্যের। একই সময়ে তারা জানান, চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল।যে দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন চারজন।

সাসেক্স ও আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ডবাই: নাসির হোসেন, নুরুল হাসান, শুভাশিস রায়, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি