মিয়ানমারে ঐতিহ্যবাহী পানি উৎসব শেষ পর্যন্ত শোকে রূপান্তরিত হয়েছে। চার দিন ধরে এই উৎসব চলাকালে দেশব্যাপী মোট ২৮৫ জনের প্রাণ হারিয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরো প্রায় এক হাজার ৭৩ জন।
মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
অবশ্য গত বছরও এই উৎসব চলাকালে পুরো মিয়ানমারে বহু লোকের প্রাণহানি ঘটেছিল। সেবার মারা গিয়েছিল ২৭২ জন।
এদিকে, এবারের পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় মোট ১,২০০টি মামলা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সরকারি গণমাধ্যমটি।
(Visited ১ times, ১ visits today)