খেলাধুলা> রিপোর্ট :নুরে আলামিন বাপ্পী
বিপিএল এর ৪র্থ আসরের পর্দা উঠছে আজ।।প্রস্তুত ফ্রাঞ্চাইজি দলগুলো।।প্রস্তুত বাংলার ক্রিকেট পাগল মানুষ।। এবার বিপিএল এ অংশ নিচ্ছে ৭ টি দল।। তার মধ্যে থেকে ৫ টি পুরাতন।।ঢাকা,,বরিশাল,,কুমিল্লা,,চট্টগ্রাম ও রংপুর।।নতুন দল খুলনা এবং রাজশাহী।। ইতোমধ্যে প্রায় সব দলের অনুশীলন সারা হয়ে গেছে।।এসে পড়েছে প্রায় সব বিদেশি খেলোয়ার।।এই আসর চলবে ১ মাস।।মোট ম্যাচ ৪৬ টি।।ফাইনাল হবে ৪ ডিসেম্বর।।নিরাপত্তার কথা মাথায় রেখে এবারের বিপিএল হচ্ছে ২ টি ভেনুতে।।ঢাকা এবং চট্টগ্রামের মানুষের ভাগ্য হবে খেলা মাঠে বসে দেখার।।এবার সব দলই খুব শক্তিশালি দল গঠন করেছে।।খুব জমজমাট আসর হবে বলাই যায়।।
(Visited ১ times, ১ visits today)