মোঃ শাহাজাদা হিরা.
বরিশাল ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং পাট অধিদপ্তরে মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহিদুজ্জামানকে বরিশাল এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পাট অধিদপ্তরে নতুন মহাপরিচালক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলমকে পাট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. আশরাফ আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার বরুণ দেব মিত্রকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে তিনি খাদ্য সচিবের দায়িত্বে ছিলেন। ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা বরুণ দেব আগামী ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যাবেন।
(Visited ৯ times, ১ visits today)