মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সংস্কার ও অর্থসংকটের অভাবে পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছেনা চরআইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদ।।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১৮, ২০১৭ ১১:৪৫ অপরাহ্ণ
সংস্কার ও অর্থসংকটের অভাবে পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছেনা চরআইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদ।।

সিদ্দিকুর রহমান ॥

সংস্কার ও অর্থসংকটের অভাবে পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছেনা প্রায় সাড়ে তিনশত বছর পুরনো চরআইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদ। যার ফলে প্রাচীন বৈশিষ্ট্যগুলো সম্বলিত এই মসজিদটি কালের বির্বতনে পুরোপুরি বিলীন হয়ে যাচ্ছে। তাই চুন সুড়কির করা পুরাতন ঐতিহ্যবাহী এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে প্রতœতত্ব অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে মিরাবাড়ীর বংশধররা এই মসজিদটি রক্ষনাবেক্ষনে সামান্য কিছু সংস্করন করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাছাড়া পুরাতন এই মসজিদটি জায়গা সংকুলন এবং দিন দিন নামাজ আদায় করার অনুপোযোগী হয়ে পড়ছে। যার ফলে স্থানীয়রা মসজিদের সাথেই সামান্য বর্ধিত করে ইটের ওয়াল দিয়ে সেখানে নামাজ আদায় করছে। কিন্তু অর্থ সংকটের অভাবে মসজিদটির বর্ধিত করনের জায়গায় ছাদের ঢালাই দিতে পারছেনা।


স্থানীয় বাসিন্দা মো. জাকির গাজী জানান, বৃহত্তর বরিশাল অঞ্চলে ব্রিটিশ আমল বা তারও আগে নির্মিত এই মসজিদটি। তবে এই মসজিদটির নির্মানের সঠিক সময় বলতে পারেনি তিনি। এছাড়াও বরিশালের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এখনো অর্ন্তভুক্ত হয়নি প্রায় সাড়ে তিনশত বছর পুরনো চর আইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদ। যার ফলে প্রতœতত্ব অধিদপ্তরের মাধ্যমে এই প্রাচীন মসজিদটির ঐতিহ্য রক্ষায় কোন ব্যবস্থা হচ্ছে না। তাই প্রাচীন এই ঐতিহ্যটি আজ বিলুপ্তর পথে।
বরিশাল – ভোলা মহাসড়কের পাশে শহরের পূর্বদিকে সদর উপজেলার চর আইচা গ্রামের মিরাবাড়িতে (বর্তমান গাজী বাড়ি) এই প্রাচীন মসজিদটি অবস্থিত। মসজিদটির উপরিভাগে বড় আকারের গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের উপরিভাগ এবং পাশে পূর্বে কারুকাজ থাকলে বর্তমানে তার অস্তিত্ব নেই। চর আইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদের পাশে আরও একটা ছোট আকারের মসজিদ রয়েছে। চর আইচা মিরাবাড়ি জামে জোড় মসজিদের বর্তমান ইমাম মাওলানা আব্দুল মতিন গাজী জানান, পূর্বপুরুষের কাছে শুনেছেন ছোট এই মসজিদটিতে মসজিদের ইমাম থাকতেন। কিন্তু সংস্কারের অভাবে ছোট ঐ মসজিদটিও আজ মাটির সাথে বিলীন হতে চলেছে। এছাড়াও প্রাচীন এই মসজিদটি উন্নয়নে কেহ এগিয়ে আসেনা যার ফলে সংস্কার করা যাচ্ছে না।


এদিকে স্থানীয়দের থেকে চাঁদা এবং মসজিদের দানবাস্ক থেকে পাওয়া অর্থ দিয়ে সামান্য বর্ধিত করন করার কাজ শুরু করা হলেও অর্থের অভাবে সেই কাজটিও থেমে আছে। এসময় তিনি জেলা প্রশাসন ও প্রতœতত্ব অধিদপ্তরের কাছে এই মসজিদটি রক্ষার জন্য সাহায্য আবেদন জানিয়েছেন।

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি