রির্পোটঃসাজিদ হাসান।
দক্ষিণবঙ্গের তথা বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুল এর দিবা শাখার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ১৩/০৪/২০১৭ তারিখ বৃহস্পতিবার ক্লাস বর্জনের চেষ্টা করে।গত ১১/০৪/২০১৭ দেশব্যাপী একযোগে সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।এ ফলে বরিশাল জিলা স্কুলের প্রভাতী শাখায় ৪৩টি (৩৭টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ) এবং দিবা শাখায় মাত্র ০২টি(!) বৃত্তি আসে।এমন ফলাফল বিপর্যয়( অভিভাবকদের মতে এমন বৈষম্যের জন্য)শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার চেষ্টা করলে পরে ৬ষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক জনাব ফজলুল হক এর হস্তক্ষেপে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।এ ফলাফল নিয়ে দিবা শাখার শিক্ষার্থীদের মাঝে হতাশা ও তাদের অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজমান।তাদের মনের মাঝে একটিই প্রশ্ন যে”কেন এমন ফলাফল??? “
(Visited ৪ times, ১ visits today)