রিপোর্ট এম.আর. প্রিন্স :
বাঙ্গালী সংস্কৃতিতে বাংলা নববর্ষ পালিত হয় ব্যাপক আনন্দ উৎসব ও বিভিন্ন আঙ্গিকে | বাংলা নববর্ষ ১৪২৪ সালকে প্রান্তিক কৃষকদের সাথে আনন্দ উৎসবের মধ্য দিয়ে স্বাগতম জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব |
পহেলা বৈশাখ শুক্রবার সকাল ৭ টার দিকে চহঠা কৃষক ক্লাব, বিসিসি বরিশাল ৩০নং ওয়ার্ডের আয়োজনে এবং বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সার্বিক সহযোগিতায় বর্ষবরণের আয়োজন করা হয় |
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চহঠা গ্রামে পৌছে কৃষকদের সাথে প্রথম প্রহরে ধান কাটায় অংশ গ্রহন করে | ধান কাটার শুভ উদ্বোধন করেন, কাজী আবুল কালাম আজাদ, সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, প্রকাশক ও সম্পাদক দৈনিক শাহনামা | তিনি বলেন, “ মাছে ভাতে বাঙালী তাই কৃষক বাঁচলে বাঙালী বাঁচবে | কৃষকদেরকে উৎসাহিত করার জন্যই নববর্ষে কৃষকদের সাথে এই আনন্দ আয়োজন ।”
ধান কাটা শেষে কৃষকদের সাথে ক্ষেতে বসেই পান্তা ভাতের সাথে নানা রকম খাবার দিয়ে চলে পান্তা উৎসব |
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক, দৈনিক আজকের বরিশাল’র প্রকাশক ও সম্পাদক মোঃ খলিলুর রহমান বলেন, “ এ দেশের কৃষক প্রখর রৌদ্রে পুড়ে কৃষি কাজ করে আমাদের জন্য খাদ্য শস্য ফলায়, এই ক্ষেতে বসেই তারা খাবার খায়, আজ অনুভব করলাম তাদের কষ্টের কর্ম কতটা কঠিন ।”
পান্তা উৎসব শেষে অসংখ্য প্রান্তিক কৃষকদের উপস্থিতে খোলা মাঠেই চলে মতবিনিময় |
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সহ-সভাপতি, দৈনিক আজকের বরিশালের প্রধান নির্বাহী সম্পাদক মিজানুর রহমান প্রিন্স(এম.আর.প্রিন্স)বলেন, “ গণমাধ্যম গণমানুষেরই কথা বলে, আমরা সর্বদাই কলম সৈনিক হিসেবে আপনাদের সুখ-দুঃখের কথা সমাধানের প্রত্যাশায় গণমাধ্যমে তুলে ধরতে চাই ।”
এ ছাড়াও বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র অন্যতম কার্যকরী সদস্য, দৈনিক সত্য সংবাদের প্রকাশক ও সম্পাদক এ্যাড. মোঃ মহসীন মন্টু, অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ দুলাল হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদ সকালের নির্বাহী সম্পাদক কে,এম শামছুদদোহা, কার্যকরী সদস্য দৈনিক কলমের কন্ঠে’র প্রধান নির্বাহী সম্পাদক মোঃ আতিকুর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য দৈনিক আজকের বরিশাল’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার আমিনুল শাহীন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য দৈনিক আজকের বরিশালের ষ্টাফ রিপোর্টার মুনতাছির মুহিত, সদস্য ও জিএম নিউজ বিডি ডট কম এর প্রকাশক ও সম্পাদক গোলাম মোস্তফা, ফটো সাংবাদিক টিটু দাস, শাওন প্রমুখ উপস্থিত ছিলেন |
কৃষক ক্লাবের সভাপতি মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও কৃষিবিদ জয়নাল মুন্সী কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন | এ মতবিনিময় আরও অংশগ্রহণ করেন কৃষক হাসেম হাং, জালাল শিকদার, মোতাহার মেম্বার, আঃ মান্নান হাং, মামুন, আলমগীর হোসেন, সবুজ হাং, মজনু হাং, আঃ রশিদ, হাসেম হাং সহ আরও অসংখ্য কৃষক |
৩০নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল মামুন শাহীন বলেন, “কৃষকদের যে কোন সমস্যায় জনপ্রতিনিধি হিসেবে সব সময় তাদের পাশে আছি এবং থাকবো |” এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল ট্রাক ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি কালাম হোসেন মোল্লা, মোঃ শাহজাহান প্রমুখ |
কৃষি অফিসার আল-আমিন তালুকদার কৃষকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সচেতনতা মূলক দিক নির্দেশনা দেন এবং বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র এ ব্যতিক্রমী বাংলা নববর্ষের আয়োজনকে ধন্যবাদ জানান |
এ দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নানা আয়োজনে বরিশাল সহ সারা বাংলাদেশে বাংলা নববর্ষ ১৪২৪ পালিত হয়েছে |