সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরপাড়ের কৃষকদের দুঃখ ও দুর্দশা স্বচক্ষে দেখতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সুনামগঞ্জ পৌঁছেছেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তিনি সুনামগঞ্জ পুলিশ লাইনসে হেলিকপ্টার থেকে নামেন।
পরে তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাষ্ট্রপতি সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরে রাষ্ট্রপতি সার্কিট হাউসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
এর আগে রাষ্ট্রপতি সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করবেন।
সুনামগঞ্জ সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে মঙ্গলবার দুপুরে ঢাকার উদ্দেশে সুনামগঞ্জ ত্যাগ করবেন।
এর আগে দুপুর ২টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে হেলিক্টারে করে লো ফ্লাইংয়ের মাধ্যমে হাওর এলাকার পরিশর্দন করে সুনামগঞ্জ পৌঁছেন তিনি।