সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এতে তিনি কোন ধরনের আঘাত পাননি। গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে মাত্র।
দুর্ঘটনা সম্পর্কে সোমবার (১৭ এপ্রিল) সকালে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেন মাশরাফি। তিনি বলেন, ‘পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপদেই ছিলাম। তবে গাড়ির অনেক ক্ষতি হয়েছে। পেছনের দিকের লাইটগুলো ভেঙে গেছে।’
বৈশাখের ছুটিতে স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে রাঙামাটি জেলার সাজেকে বেড়াতে যান মাশরাফি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ম্যাশ। তার গাড়ির পেছন দিকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। অবশ্য খারাপ কিছু হয়নি মাশরাফির, ভালোই আছেন তিনি।
এদিকে রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মাশরাফি-মুশফিকরা। প্রধানমন্ত্রী তাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন।