জনপ্রিয় মোবাইল অ্যাপস ‘স্ন্যাপচ্যাট’ ভারতের মতো গরীব দেশে ব্যবসা করার জন্য তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাপসটির প্রধান কর্মকর্তা ইভান স্পিগেল।
স্ন্যাপচ্যাটের প্রাক্তনকর্মী অ্যান্টনি পমপ্লিয়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ইভান স্পিগেলের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।
ওয়েবসাইটে অ্যান্টনি উল্লেখ করে বলেছেন, ‘ইভান স্পিগেল মন্তব্য করেছেন, তিনি ভারত ও স্পেনের সাথে ব্যবসা করতে চান না। কারণ, তার (ইভান) চোখে তারা গরীব রাষ্ট্র’।
অ্যান্টনি জানান, স্ন্যাপচ্যাটে থাকাকালীন বিশ্বব্যাপী কী করে স্ন্যাপচ্যাটের ব্যবসার প্রসার করা যায় তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কর্মীদের বৈঠক হতো। একদিন বৈঠকের কোন এক সময়ে ‘হঠাৎ’ করে ইভান স্পিগেল বলেন, ‘আমরা শুধুমাত্র ধনীদের জন্য স্ন্যাপচ্যাট তৈরি করেছি। ভারত ও স্পেনের মতো গরীব দেশে আমার ব্যবসার প্রসার ঘটুক তা আমি চাই না।’
অ্যাপসটি গ্রাহকদের কিছু না জানিয়েই তাদের ব্যাক্তিগত তথ্যের অপব্যবহার করে বলেও দাবি করেন অ্যান্টনি।
এদিকে, অ্যান্টনি স্ন্যাপচ্যাটের প্রযুক্তিগত নিয়ম-নীতি সম্পর্কে একেবারেই অবহিত নন বলে দাবি করেছে স্ন্যাপচ্যাট।
উল্লেখ্য, ইভান স্পিগেল, ববি মারফি ও রেগি ব্রাউন ২০১১ সালে অ্যাপসটিকে তৈরি করেন। বর্তমানে ১৫৮ মিলিয়ন ব্যবহারকারী প্রতিদিন অ্যাপসটি ব্যবহার করে থাকেন। সম্প্রতি ভারতের ব্যাপারে এ ধরনের মন্তব্য অ্যাপসটির জন্য কতটা ক্ষতিকর সেটা সময় হলেই বোঝা যাবে।