অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান হয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা অপু। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান।
দীর্ঘ ৯ বছর এ খবর গোপন রাখার পর সম্প্রতি টিভি লাইভে এসে সব গোপন কথা ফাঁস করে দেন অপু ইসলাম খান। আলোচনার ঝড় উঠে দেশ জুড়ে। এই আলোচনায় অপু ইসলাম খানকে সবাই অপু বিশ্বাস নামেই সম্বোধন করছেন। অথচ তিনি অপু বিশ্বাস থেকে কাগজপত্রে অপু ইসলাম খান হয়ে গেছেন।
ঢাকাই ছবির এ নায়িকা বলেন, ‘বিয়ের পর তো আমি অপু ইসলাম খান হয়ে গেছি। বিয়ের পর শাকিব আমাদের বাড়িতে বেড়াতে গেছে। আমি শাকিব খানের স্ত্রী অপু ইসলাম খান। আমি আব্রাম খান জয়ের মা।’
(Visited ৬ times, ১ visits today)