Dear Facebook Members,
মার্ক জাকারবার্গ লেখা মেসেজ যদি ইনবক্সে এ পেয়ে থাকেন, এবং সেটি বিশ্বাস করে ২৫ জনকে সেন্ড ও করে থাকেন তাহলে আপনার জন্য একটা দু:সংবাদ রয়েছে,
গতকাল থেকে ফেসবুক স্প্যামার আইডি গুলো ডিলেট করছে 🙂
আপনি যদি একই মেসেজ ১০+ মানুষ কে পাঠান তাহলে ফেসবুক এলগরিদমের চোখে আপনি স্প্যামার হয়ে পরিচিত হবেন। মানে এরকম মেসেজ পাঠালেই উলটো আপনার আইডি যাওয়ার চান্স ৮০% বেড়ে যাবে।
আমরা যারা আগের থেকে যারা ফেসবুক ইউজ করছি তাদের চিন্তার কোনো কারণ নেই, যতক্ষণ আমরা সঠিক তথ্য ব্যবহার করে ফেসবুক চালাচ্ছি ততক্ষণ আপনার আইডি ভাল থাকবে।
আমাদের যা করনীয়ঃ
১.মোবাইল নম্বর ভেরিফাই।
২.আসল নাম ব্যাবহার করা।
৩.ভোটার আইডি কাডের নাম ব্যবহার করা।
৪.এমন কোন আচরন করবো না যাতে করে আপিনার আইডি ফেক হিসেবে গন্য হয়।
৫.সঠিক জন্মতারিখ ব্যবহার করুন।
৬.যারা এখনও ইউজার নাম ব্যবহার করিনি তারা আইডির নামের সাথে মিলিয়ে রাখবো।