শুক্রবার , ১৪ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে পরিচ্ছন্নতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ যারা।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১৪, ২০১৭ ১০:১০ অপরাহ্ণ
বরিশালে পরিচ্ছন্নতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ যারা।

রির্পোটঃ জাকারিয়া আলম দিপু.

ব্যতিক্রম আয়োজন মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করল বরিশালবাসী।পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে বরিশাল জেলা সদরে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন করেছিল জেলা প্রশাসন বরিশাল।প্রতিযোগিতায় সাধারন মানুষের অংশগ্রহন ছিলে চোখে পড়ার মত।এ আয়োজনে ১২টি ক্যাটাগরিতে পুরষ্কার ছিলো।বরিশালে পরিচ্ছন্নতা প্রতিযোগিতায় ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলেন যারা।

০১।পরিচ্ছন্নতম বাড়িঃ শাহানারা মোখলেস।

০২।পরিচ্ছন্নতম শিক্ষা প্রতিষ্ঠানঃ বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ।

০৩।পরিচ্ছন্নতম চিকিৎসা প্রতিষ্ঠানঃ আরিফ মেমোরিয়াল হাসপাতাল।

০৪।পরিচ্ছন্নতম বাণিজ্যিক প্রতিষ্ঠানঃ হোটেল গ্রান্ড পার্ক।

০৫।পরিচ্ছন্নতম সরকারী প্রতিষ্ঠানঃ বরিশাল সমাজসেবা অধিদপ্তর।

০৬।পরিচ্ছন্নতাং সেরা সেচ্ছাসেবী সংগঠনঃ ঢাকা ক্লিন, বরিশাল।

০৭।বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতম ওর্য়াডঃ ২০নং ওর্য়াড।

০৮।বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতম ওর্য়াডগুচ্ছ (সংরক্ষিত আসন)ঃ ১০,১১ ও ১২।

০৯।পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা দৈনিক পএিকাঃ দৈনিক পরিবর্তন।

১০।পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা টিভি চ্যানেলঃ চ্যানেল ২৪।

১১।পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা অনলাইন পএিকাঃ অলটাইম বিডি নিউজ ২৪ ডটকম।

১২।Barisal: Problem and Prospect ফেসবুক পেইজে পোস্ট ও মন্তব্য করে ডিজিটাল সেবাদানকারীঃ মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃগাউস ,বরিশাল জেলা প্রশাসক ডঃগাজী মোঃ সাইফুজ্জামান,বিভাগীয় কমিশনার সহধর্মীনি নূরজাহান বেগম, জেলা প্রশাসক সহধর্মীনি অধ্যাপক জাহানারা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও পরিচ্ছন্নতা উৎসব কমিটির আহবায়ক মোঃজাকির হোসেন।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃআবুল কালাম তালুকদার,অতিরিক্ত জেলা,জেলা ম্যাজিস্ট্রেট মোঃমনির হোসেন হাওলাদার, পরিষদের প্রাধান নির্বাহী কর্ম্কর্তা  গোলাম মোস্তফা,বরিশাল সিটি কপোর্রেশনের প্রাধান নির্বাহী কর্ম্কর্তা মোঃ ওয়াহেদুজ্জামান,জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোঃনাহিদুল করিম,আহসান মাহমুদ রাসেল,রিপন বিশ্বাম,মাহমুদা আক্তার,রুমানা আক্তার,উর্মি ভৌমিক,মেহনাজ ফেরদৌসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বরিশাল নগরীতে ব্যাতিক্রমী এক বর্নাড্য পরিচ্ছন্নতা প্রতিযোগিতার মাধ্যমে বরিশাল নগরীকে বরন করবে বরিশালবাসী।

ফটোগ্যালারীঃ

Image may contain: 8 people, people standing and wedding

ছবিঃ পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা দৈনিক পএিকাঃ দৈনিক পরিবর্তন।

ছবিঃপরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা অনলাইন পএিকাঃ অলটাইম বিডি নিউজ ২৪ ডটকম।

ছবিঃপরিচ্ছন্নতম সরকারী প্রতিষ্ঠানঃ বরিশাল সমাজসেবা অধিদপ্তর।

ছবিঃপরিচ্ছন্নতম বাড়িঃ শাহানারা মোখলেস।

ছবিঃবরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতম ওর্য়াডঃ ২০নং ওর্য়াড।

ছবিঃপরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা টিভি চ্যানেলঃ চ্যানেল ২৪।

ছবিঃBarisal: Problem and Prospect ফেসবুক পেইজে পোস্ট ও মন্তব্য করে ডিজিটাল সেবাদানকারীঃ মোঃ সাইফুল ইসলাম।

 

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি