প্রথমবারের মতো টেলিভিশন মাধ্যমের পেশাজীবি সংগঠনগুলো একত্রিত হয়ে আয়োজন করেছে বর্ষবরণ। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্য নিয়েকুর্মিটোলা আর্মি গলফ গার্ডেনে মিলিত হয় টিভি শিল্পী-কলাকুশলীরা।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানকে ঘিরে শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানস্থল।
আয়োজনে অংশ নেয়- টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর্স গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্যরা।
এদিকে নববর্ষকে ঘিরে ফেসবুক জুড়ে ভেসে বেড়াচ্ছে তারকাদের ছবি। অনেকে তারকা বর্ষবরণের ছবি তাদের ফেসবুক পাতায় প্রকাশ করেছেন।
(Visited ৫ times, ১ visits today)