শনিবার , ১৫ এপ্রিল ২০১৭ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শীতাতপ নিয়ন্ত্রিত হলো মৈত্রী এক্সপ্রেস

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১৫, ২০১৭ ১২:৩২ পূর্বাহ্ণ

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসির আওতায় আনা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এসি যুক্ত ট্রেনটি উদ্বোধন করেন। এ সময় তিনি এটিকে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর আরেকটি নববর্ষের উপহার বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করার লক্ষে বিশেষ দিনে এ ট্রেনটি চালু করা হলো। রেল এগিয়ে চলছে, নতুন নতুন কোচে ইঞ্জিন আনা হয়েছে। ফলে যাত্রীরা অধিক হারে সেবা পাচ্ছে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলখাতে আরও অনেক প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেলখাতের আমূল পরিবর্তন হবে।’

২০০৮ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ট্রেন চলাচল করছে। এটি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। সম্পূর্ণ এসি কোচের এ ট্রেনে আসন সংখ্যা ৪৫৩। ১০টি কোচ দিয়ে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। ভাড়া ২০ ডলার, সাথে ৫০০ টাকা ভ্রমণ কর।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি