কবি…………..আর.এম।
…………………………………………
বৈশাখের এই আগমনে
বসছে দেখ মেলা,
মাঠের মাঝে লোকের ভীরে
নানান রকম খেলা।
ঘটি আছে বাটি আছে
আছে নাকের ফুল,
গয়না গাটি, শারি, চুরি
আরও কানের দুল।
কেউবা নাচে খেলনা নিয়ে
কেউবা বাজায় বাঁশী,
আজ এ খুশির মেলায় এসে
সবার মুখে হাসি।
ছোট্র বাবু হাওয়াই বেলুন
উড়ায় মনের সুখে,
চারদিকে খুশীর জোয়ার
হাসি সবার মুখে।
ছোট্র-বড় ছেলে মেয়ে
ফ্যাশন করে আসে,
নানা রঙে নানা ঢঙ্গে
খিলখিলিয়ে হাসে।
………………………………….
- ………………………………….
(Visited ১০ times, ১ visits today)