………………………..
কবি::মোঃ শাহিন সিকদার।
দক্ষিণা মৃদু বাতাস আর চাদেঁর মিটি -মিটি আলোর খেলা।
বসে আছি নদীর পাড়ে আমি একা নিরালা।
হঠাৎ করে দুই বন্ধু আসলো আমার পাশে।
নীরবতা হারিয়ে গেল আনন্দ আর উল্লাসে।
সত্যি কারের বন্ধু যদি থাকে কারো পাশে।
নীরবতা কেমনে তাহার ধারে কাছে আসে।
আশা করি যেন সবাই এমন বন্ধু পায়।
কারো জীবনে দুঃখ এসে তাকে না হারায়।
যার জীবনে দুঃখ নাই সে কি করে হয় সুখী
সত্যি কারে পৃথিবীর সব মানুষই দুখী।
সুখের আশা করে যারা জানেনা তারা কেউ
সুখের দেখা পেতে হলে আগে সামলাতে হবে দুঃখ নদীর ঢেউ।
(Visited ৯ times, ১ visits today)