রির্পোট:জাকারিয়া অালম দিপু.
ধান,নদী,খাল এই নিয়ে ডিজিটাল বরিশাল। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে বরিশাল জেলা সদরে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা।পরিষ্কার নগরী গড়ে তোলার লক্ষে আজ সরকারি বিএম কলেজের মাদক বিরোধী ও স্বেচ্ছাসেবী সংগঠন “জয়যাত্রা”র উদ্যোগে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে পরিচ্ছন্নতা প্রতিযোগিতার অংশ হিসেবে বরিশাল শিক্ষাবোর্ডে চেয়ারম্যান, বিএম কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার,বিজয় চত্তর,স্বাধীনতা চত্তর,জিরো পয়েন্ট,জীবনানন্দ দাস মুক্তমঞ্চ,হানিফ উদ্যান ইত্যাদি স্থান সমূহ পরিচ্ছন্নতা অভিযানের লিফলেট বিতরন করা ও পরিষ্কার করা হয়।আসুন সবাই মিলে বরিশাল নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলি।সংগঠনের সভাপতি মারুফ হোসেন বলেন, এই নগরটি সবসময় পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগীতা দরকার।আর একটি বিষয় হল এই পরিচ্ছন্নতা কার্যক্রম নির্দিষ্ট উৎসবে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত করার গন দাবি রয়েছে।আমরা আশা করি এই কার্যক্রম নিয়মিত থাকবে।