আজ সকাল ১১:০০ ঘটিকায় চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের দাবীতে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক ও বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি’র নেতৃত্বে বরিশাল পূর্বাঞ্চলের ৭ (সাত)টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ, পূর্বাঞ্চলীয় ছাত্র পরিষদ, ব্যবসায়ীসহ কয়েকশত মানুষ বরিশাল শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ের দ্বারপ্রান্তে উপস্থিত শত শত জনতার সামনে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ বরিশাল পূর্বাঞ্চলের জনগণ এই উপজেলার দাবীতে আন্দোলন করে আসছে। বরিশালের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই উপজেলার পক্ষে মত দিলেও অদ্যাবধি উপজেলা বাস্তবায়ন না হওয়ায় বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনতিবিলম্বে এই উপজেলা বাস্তবায়নের যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। জেলা প্রশাসক মহোদয় ইতিবাচক এই উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে স্মারকলিপি গ্রহণকালে উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। স্মারকলিপি প্রদানকালে বক্তব্য রাখেন আহবায়ক মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি, অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর তালুকদার, ইউপি সদস্য ও চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল-আমিন আকন, মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল আহমেদ খান, মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত, ইউ.পি সদস্য জাহাঙ্গীর খান প্রমুখ।