রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে বরিশাল জেলা সদরে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন করেছে জেলা প্রশাসন বরিশাল।চলছে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা।পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষে আজ রাত ১০:০০টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে পরিচ্ছন্নকরণ করলেন বরিশাল জেলা প্রশাসক ডঃগাজী মো: সাইফুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.জি.ভূলু,বীর মুক্তিযোদ্ধা এনায়েত চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোখলেচ্ছুর রহমান,বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সম্মানিত সদশ্যবৃন্দ,পিপীলিকা চ্যারিটি ক্লাব, ঢাকা ক্লিন বরিশাল ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগন।
বরিশাল নগরীতে ব্যাতিক্রমী এক বর্নাড্য পরিচ্ছন্নতা প্রতিযোগিতার মাধ্যমে বরিশাল নগরীকে বরন করবে বরিশালবাসী।
ফটোগ্যালারী:
(Visited ৩ times, ১ visits today)