গাজীপুরের কড্ডায় বেসরকারিখাতে (আইপিপি) ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও বিদ্যুৎক্রয়ে সামিট গ্রুপের সামিট এইস এ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। বুধবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই হয়।
সামিট এইস এ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন চুক্তিতে সই করেন। বেসরকারি এ কোম্পানির সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদপাওয়ার পারচেস এগ্রিমেন্ট (পিপিএ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) শেখ ফয়েজুল আমীন ইমপ্লিমেন্টেশন এগ্রিন্ট (আইএ) চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, কড্ডায় নির্মাণাধীন ১৪৯ মেগাওযাটের দ্বি-জ্বালানিভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদন শুরু করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৭.১৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। জ্বালানি হিসেবে হেভী ফুয়েল অয়েল (এইচএফও) ব্যবহার করা হবে। গ্যাসের যোগান পাওয়া গেলে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে ২.৮০টাকা।
চুক্তি সই অনুষ্ঠানে আরও জানানো হয়,শ্রীলঙ্কা ও বাংলাদেশের যৌথ অংশীদারিত্বের প্রতিষ্ঠান এ্যাটকিন এ্যালায়েন্স আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০১১ সালে এই প্রকল্পটি শুরু করে। তবে প্রয়োজনীয় জমি সংগ্রহ করতে না পারায় তারা আর আগাতে পারেনি। এরপর প্রতিষ্ঠানটির বাংলাদেশি অংশীদারিত্ব–এ্যাটকিন এ্যালায়েন্স পাওয়ার কো. লি.–এর সমস্ত শেয়ার কিনে নেয় সামিট পাওয়ার। বর্তমানে প্রকল্পটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। আগামী বছরের মার্চের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে।