রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
নগর পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে জেলা প্রশাসক কর্তৃক পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা শুরু হয়েছে।চলছে সাধারন মানুষের প্রতিযোগিতা।চলছে মাইকিং চলছে বিভিন্ন গনমাধ্যমে,খবরের কাগজ,টিভি চ্যানেলে প্রচারনা।আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সব চেয়ে বড় সামাজিক যোগাযোগের ও প্রচারনার মাধ্যম ফেসবুকে থেমে নেই প্রচারনা।কিন্তু দুংখের বিষয় কিছু প্রভাবশালী মানুষ প্রতিযোগিতা করছে সরকারী ও সিটি কর্পোরেশনের রাস্তা অবৈধ দখল করার জন্য।অবৈধ দখলদারী মানুষের জন্য মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।রাস্তায় ইট, বালি, খোয়া সহ নির্মানসামগ্রি, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত।পরিচ্ছন্নতা অংশ ও সচেতন হিসেবে ফুট-পথ ও চলাচলের রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা ও মালামাল থাকায় তা মোবাইল কোর্ট এর মাধ্যমে তা উচ্ছেদ করা হয়েছে নগরীর বিভিন্ন এলাকায় । কার্যক্রম পরিচালনা করেন ও সহযোগিতা করে বিসিসি।প্রত্যক্ষ দর্শীরা জানায়, এভাবে যদি নগর পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যহত রাখা যায় তাহলে বরিশাল নগরী হবে একটি সুন্দর নগরী।
ভ্রামমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যলয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।