রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে বরিশাল জেলা সদরে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন করেছে জেলা প্রশাসন বরিশাল।সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানসহ নগর জুড়ে চলছে প্রতিযোগিতা ।পরিষ্কার নগরী গড়ে তোলার লক্ষে আজ নিজ হাতে নিজ অফিস অঙ্গন পরিচ্ছন্নকরণ করলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুর ইসলাম,এনডিসি মোঃনাহিদুল করিম, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার রুমানা অাক্তার, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার আহসান মাহমুদ রাসেল সহ জেলা প্রশাসনের কমর্কতা-কর্মচারী ।
পরিচ্ছন্নতা প্রতিযোগিতা ফলে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এক পথিক বলেন, একজন জেলা প্রশাসক নিজে যদি তার অফিস অঙ্গন পরিস্কার করতে পারে তাহলে আমরা কেন পারবনা।প্রশাসনের উদ্ধতন অনেক কর্মকর্তাকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার দৃশ্য নগরবাসীর নজর কেড়েছে। জেলা প্রশাসকের এমন সুন্দর মনের কার্যক্রম দেখে নগরীর বিভিন্ন সরকারি বেসরকারী অফিস প্রধানদের পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।আসুন সবাই মিলে নিজ নিজ অংগন পরিষ্কার করি।