গত শুক্রবার (৭ এপ্রিল) সুইডেনের ষ্টকহোমে একটি দোকানে ট্রাক দিয়ে হামলার দায় স্বীকার করেছে ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন রাখমত আকিলোভা।
গত ৭ এপ্রিল ষ্টকহোমের একটি দোকানে ট্রাক নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন। হামলার দায় সরাসরি কেউ স্বীকার না করায়, রাখমত আকিলোভাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে দেশটির পুলিশ।
মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে ষ্টকহোমের আদালতে হাজির করা হয়। সরকার পক্ষের আইনজীবী জোহান এরিকসন আদালতের শুনানিতে বলেন, ‘তিনি (আকিলোভা) হামলার দায় স্বীকার করেছে’।
আকিলোভা আইএসের সমর্থক এবং জিহাদি কর্মকাণ্ডে বিশ্বাস করে বলে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।
রাখমত আকিলোভা উজবেকিস্থানের নাগরিক বলে দেশটির পুলিশ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। পুলিশ বলছে, আকিলোভা ২০১৪ সালে সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। তবে, ২০১৬ সালে সুইডেন সরকার তার আবেদন প্রত্যাখান করে এবং তাকে সুইডেন থেকে বের হয়ে যাওয়ার সময়সীমা বেধে দেয়। কিন্তু পরবর্তীতে আকিলোভা আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থাতেই গত ৭ এপ্রিল ষ্টকহোমের একটি দোকানে এই হামলার ঘটনা ঘটান।