বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান এবং জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) মাতাবেন তরুণ ক্রিকেটার মেহদি হাসান মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে এবারের সিপিএল আসরে তাকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
আগামী ১ আগস্ট শুরু হতে যাওয়া সিপিএলের পঞ্চম আসরে খেলবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের চুক্তিবদ্ধ অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগ এবার আসরে খেলতে না পারায় মূলত সুযোগ হয়ে মিরাজের। মঙ্গলবার(১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ত্রিনবাগো।
এদিকে সিপিএলে ডাক পেয়ে বেশ খুশি তরুণ এই ক্রিকেটার। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত মিরাজ আসন্ন সিপিএল থেকে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান বলে জানিয়েছেন সাংবাদিকদের। তবে, সবকিছুর উপরে জাতীয় দলকেই প্রাধান্য দিতে চান তিনি।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী মিরাজের টেস্ট অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে গত বছর অক্টোবরে। এরপর এখনও পর্যন্ত ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মোট ৭টি। যেখানে উল্লেখ করার মতো ছিল ইংলিশদের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট। সবশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টি২০ তে অভিষেক হয়েছে মিরাজের। এরমধ্যে এ পর্যন্ত তিনি খেলেছেন ৩টি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ।