বুধবার , ১২ এপ্রিল ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চট্টগ্রামে পহেলা বৈশাখে নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স সোয়াত

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১২, ২০১৭ ১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ জন্য দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। শুক্রবার শোভাযাত্রার নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে সোয়াত টিম।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। জনগণ যাতে নিরাপদে এ উৎসব পালন করতে পারে তার জন্য নগরীর ডিসি হিল, সিআরবি’র সিরিস তলা ও পতেঙ্গা এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

পুলিশের পাশাপাশি র‌্যাবের কন্ট্রোল রুমও থাকবে। শোভা যাত্রায় মুখোশ ব্যবহার করা যাবে না। ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এছাড়া মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকতে পারবে না।

পুলিশ কমিশনার বলেন, এটি একটি সামাজিক উৎসব। সামাজিকভাবে এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া উৎসবস্থলে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি