নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তারা বাধা সৃষ্টি করবে কিন্তু আমি এর মোকাবেলা করবো। সেটা চিন্তা করেই এগিয়ে যাচ্ছি।’
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জানুয়ারি থেকে শুরু হওয়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে শহরের বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্পের সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে এলাকাবাসী, নাগরিক কমিটি, কাউন্সিলর ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে এ মতবিনিময় করেছেন আইভী।
এসময় মেয়র বলেছেন, ‘২০১১ সালে প্রথম সিটি করপোরেশন হওয়ার পর থেকে স্বপ্ন দেখা শুরু করি। সব স্বপ্নপূরণ না করতে পারলেও কিছু স্বপ্ন বাস্তবায়ন করবো। যার মধ্যে কয়েকটি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। আশা করি আগামি ৪ থেকে ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, যত বাধা আসুক কাজ করবোই।’
তিনি আরও বলেছেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে দুই একজন বাধা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। তবে নারায়ণগঞ্জবাসী আমার পক্ষে আছে বলেই আমি এত কাজ করার সাহস পাই।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক জিএম জব্বার চিশতী এবং রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সম্পাদক আব্দুর রহমান লিটন।