মুন্সীগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষায়। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণই আমাদের বসাবে। বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ, ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে ভারতের বিরোধিতা করছে। ’৭৫ পরবর্তী ২১ বছর ভারতের বিরোধিতার কারণ আমাদের অনেক ক্ষতি হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।
মন্ত্রী ঢাকা মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।