ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ঐতিহ্যবাহী আবাহনীর হয়ে মাঠে নেমেছিলেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এবার আসরে অবশ্য দলবদল করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। এবার অবশ্য তিনি খেলবেন ঢাকার আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডানের হয়ে।
১২ এপ্রিল শুরু হতে যাওয়া ওই আসরে জন্যে সোমবার (১০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে চুক্তি সই করেছেন তামিম। একই সময়ে ক্লাবটির সঙ্গে এদিন চুক্তি সই করেছেন জাতীয় দলের অন্যতম তরুণ ক্রিকেটার মেহদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন এ তিন ক্রিকেটার। তামিম, মিরাজ, তাইজুল ছাড়াও মোহামেডানের পক্ষে এসময় সেখানে উপস্থিত ছিলেন ক্লাবটির ম্যানেজার ওয়াসিম খান। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
উল্লেখ্য, গত ২০ মার্চ তামিমের দলবদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিল মোহামেডান কর্তারা। এরপর দলবদল প্রক্রিয়ায় চুড়ান্ত হয় তামিমের মোহামেডানে খেলার ব্যাপারটি।